মায়ের উপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা,

- আপডেট সময় : ০৩:৫৪:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৩১ বার পড়া হয়েছে

মোঃশাহাদাত হোসেন ষ্টাফ রিপোর্টার
যশোর বেনাপোল মায়ের উপর অভিমান করে তন্বী মন্ডল নামে এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক সূত্রে জানা যায়। ২ মে মঙ্গলবার দিবাগত রাত্রে বেনাপোল পোর্ট থানার বারন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। তন্বী ঐ গ্রামের জেলেপাড়ার শ্রী রাম মন্ডলের মেয়ে। স্থানীয়ভাবে জানা যায় মঙ্গলবার রাতে পড়ার সময় তন্বী মোবাইলে কথা বলে এটা তার মা দেখতে পেয়ে তাকে রাগারাগি করে। অভিমান করে ঘরের ভিতরে ফ্যানের সাথে গলার ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে তার মা তাকে ডাকতে গেলে কোন সাড়াশব্দ না পেয়ে জান্নাতে থেকে ভিতরে তাকিয়ে দেখে ফ্যানের সাথে ঝুলে আছে তার মেয়ে। পরে ডাক চিৎকার আত্মীয়-স্বজন ও পাড়া পড়শী এগিয়ে এসে মরা দেহ উদ্ধার করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব কামাল হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আত্মহত্যার খবর পেয়ে মরা দেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন কেন কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে লাস পোস্টমটমে পাঠানো হয়েছে।