সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

জুড়ীতে আলোচিত জলিল হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার,

আপডেট:

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ী উপজেলার চাটেরা গ্রামে মসজিদ সংক্রান্ত বিরোধের জের ধরে আলোচিত আব্দুল জলিল (৬০) হত্যা মামলার আরোও ৪ আসামীকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় বুধবার (৩ মে) রাত আড়াইটায় এসআই অঞ্জন কুমার দাসের নেতৃত্বে এসআই পরিতোষ, এএসআই আব্দুল হকসহ পুলিশের একটি টিম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার হাতিয়া গ্রামের আমির উদ্দিনের বাড়ি থেকে জলিল হত্যা মামলার আসামী চিনু মিয়া (৬০), সুমন মিয়া (২৭), রাসেল মিয়া (২৪) এবং পারুল মিয়া (২৭)কে গ্রেফতার করেন৷ এছাড়াও যৌতুক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাহেল মিয়া, আব্দুল রহিম, মাদ্রক মামলার আসামী সুনিল রুদ্রপালকে গ্রেফতার করা হয়। জানা গেছে গত (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চাটেরা গ্রামে মসজিদের টাকা নিয়ে বিরুদ্ধের জেরে প্রতিপক্ষের হামলায় আব্দুল জলিল নিহত হন। ঘটনার পরদিন জুড়ী থানায় মৃত মজর আলীর পুত্র ইয়াছিন মিয়াকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা (নং-৪, তাং-১৫/০৪/২০২৩ইং) দায়ের করা হলে পুলিশ প্রধান আসামী ইয়াছিন মিয়া ও তার ছেলে কামরুলকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, চাটেরা গ্রামের আব্দুল জলিল হত্যা মামলার আসামীকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ৭ ঘন্টা অভিযান চালিয়ে সুনামগঞ্জের জেলার হাতিয়া গ্রাম থেকে ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও যৌতুক ও মাদ্রক মামলার ওয়ারেন্টভূক্ত আরোও ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত