সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

নির্বাচন অফিসারের বিএইচপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ,

আপডেট:

সিলেট বিভাগীয় প্রতিনিধি মোঃ মোজাম্মিল আলী

গত কাল ৩ মে সকাল ১০:০০ঘটিকার সময় ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ মুনীর হোসাইন খান এর নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান টিম রাজধানীর পল্টনন্থ বাংলাদেশ হিউম্যানিস্ট পার্টি-বিএইচপি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তাদেরকে স্বাগত জানান বিএইচপির মহাসচিব ড. সুফি সাগর সামস্। অনুসন্ধানী দল বিএইচপির কার্যক্রম ও কার্যক্রমের প্রামাণ্য দলিলাদি স্বচোখে পুঙ্খানুপুঙ্খভাবে অবলোকন করেন। তারা প্রয়োজনীয় প্রামাণ্য দলিলাদির অনুকপি সঙ্গে নিয়ে যান।

বিজ্ঞাপন

এসময় বিএইচপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য, মো. ফজলুল বারী, ভাইস চেয়ারম্যান, মজিবুর রহমান চিশতী, মো. আবদুল করিম, খন্দকার নাজমুল হক অপু, যুগ্ম-মহাসচিব, এড. মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিম খলিল বাদল, মো. রেজাউল করিম, অর্থ বিষয়ক সম্পাদক, ফরিদ আহমেদ, দপ্তর সম্পাদক, খুরশীদ আলম সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, শিক্ষা বিষয়ক সম্পাদক, মো. মনির হোসেন, নির্বাহী সদস্য, মো. আইয়ুব আলী, মো. হারুন-অর-রশিদ, মো. আইউব খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন দপ্তর সম্পাদক খুরশেদ আলম সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত