
মোঃ সাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার
দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ওয়ার্ড স্বেচ্ছাসেবী দল গঠন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মেয়র ফজলে নূর তাপস বলেছেন আগামী ৩০মে এর মধ্যে এদের সেচ্ছা সেবি দল গঠন করা হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় কমিটির তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শেখ ফজলে নূর তাপস। নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলোনায়াতন হলে এই সভাটি অনুষ্ঠিত হয়। শেষে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন প্রতিটি ওয়ার্ডে ন্যূনতম ২০০ শত সদস্য নিয়ে এই স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। এইসব দলের শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট অংশ গ্রহণকারী শিক্ষার্থী। বি এন সি সি ও স্কাউট দের বেতন সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ রাখা হয়েছে, এরা বিভিন্ন মার্কেট ও বিপণের বেতন সহ প্রতিটি ওয়ার্ডে দুর্যোগ মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। তখন মেয়র বলেন ডিজিটাল বাংলার রূপকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার ও জনদুর্ভোগ যাতে না হয় সে লোক্ষে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।