সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

বাগেরহাটের চিতলমারীতে ৩০ পিছ ইয়াবাসহ আটক-২,

আপডেট:

মোঃ মিরাজুল শেখ,স্টাফ রিপোর্টার,

বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া থেকে ৩০ পিচ ইয়াবাসহ মোহাম্মদ হাবিবুল্লা শেখ (২৬) ও মোঃ বাবু মিয়া (২৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার সময় বড়বাড়িয়া গ্রামের মাইনুল উকিলের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক মোহাম্মদ হাবিবুল্লা শেখ বড়বাড়িয়া এলাকার বাদশা মিয়া শেখের ছেলে ও মোঃ বাবু মিয়া গোপালগঞ্জ সদরের তেগুরিয়া গ্রামের শহিদ মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই সঞ্জয় মন্ডল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের বড়বাড়িয়া গ্রামের মাইনুল উকিলের দোকানের সামনে অভিযান চালিয়ে হাবিবুল্লা শেখ ও বাবু মিয়াকে আটক করে তল্লাশী করে ৩০ পিচ ইয়াবা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত