সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

কবিতার শিরোনা, কি করে করি প্রমাণ?

আপডেট:

কলমে কবি মুকলেছ উদ্দিন

তারিখ। ২৪/০৪/২০২৩ই
আজ কি করে পরিচয় করি ভাই
হিন্দু মুসলমান অনেকের প্রমাণ নাই

বিজ্ঞাপন

হিন্দু বিবাহিত মহিলা মাথায় দিত ঘোমটা
পায়ে আলতা কপালে দিত সিঁদুরের ফোটা।

পরিচয় দিত যারা অবিবাহিত মহিলা
তাদের মাথার চুল রাখিত খোলা।

বিজ্ঞাপন

হাতে শাখা পায়ে আলতা পড়ে
নব বধু সেজে যাইত স্বামীর ঘরে।

হিন্দু পুরুষে সকলেই ধূতি পড়িত দশ হাত
যারা লুঙ্গি পড়িত তারা মুসলমান জাত।

মুসলিম গেলে কেউ হিন্দু বাড়িতে
তাকে বসতে দিত বাহিরে পিরিতে।

যদি কেহ ভুলে উঠে যেত বারান্দায় বা ঘরে
রাম নাম জপে গোবর ছিটাইত বারে বারে।

হঠাৎ ছিল হিন্দু পুরুষদের মুখে দাড়ি
তাও যাদের বয়স ৬০ ৭০ দিয়েছে পারি।

হিন্দু মেয়েরা পডেনা কেহ বোকরা ওড়না
এগুলি নাকি তাদের ধর্মীয় আইনে মানা।

যদি কোন বিবাহিত মেয়ে হ‌ইত স্বামীহারা
দ্বিতীয় বিবাহ কখনও বসতে পারিতনা তারা।

স্বামী হারা হয়েই কাটাইত সারাটি জীবন
বিধবা আজীবন করিত নিরামিষ ভোজন।

আজ অনেকেই মানে না বিধির বিধান
ডিজিটাল দেশ একই বেশ সকলেই সমান।

নাই ঘুমটা খোলা মাথায় আউলা কেশ
আজ নাই জাতের চিহ্ন একই পরিবেশ।

অনেক বিবাহিত মহিলার হাতে নাই শাখা
নাই ঘুমটা কপালে নাই সিঁদুর আঁকা।

অনেক মুসলিম নারীরা কলপ লাগায় চুলে
কত যে যুবতীরা ছলে আজ উড়না পেছিয়ে গলে।

গায়ে অনেকের নাই বোখরা পর্দার বেড়া
বেপরোয়া ভাবে অনেকেই করে চলাফেরা।

আজ হিন্দু যুবক বৃদ্ধ সকলের মুখে দাড়ি
খাবার খেতে বসে এক পাতে করে খারাকরী।

অনেকেরে চেনা যায় না হিন্দু মুসলমান
অনেকেই মানে না তারা ধর্মের বিধান?

তাহলে কে কোন জাত হিন্দু মুসলমান
একই সভায় বসা কি করে করি প্রমাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত