ঢাকা রবিবার, ২৮ মে ২০২৩
১৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা
শিরোনাম:
যুক্তরাষ্ট্রের ভিসা নীতির কারণে অর্থপাচার কমবে পররাষ্ট্রমন্ত্রী। বিজিবির অভিযানে ১১টি ভারতীয় অবৈধ গরু আটক, জুড়ীতে প্রবাসীর বাড়ী থেকে ৫’শ কেজি রড চুরি: গ্রেপ্তার ৩ , সিসিক মেয়র প্রার্থী,আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন কমিটি সারে এর উদ্যোগে নির্বাচনী মত বিনিময় সভা, মায়ের হাতে গাজীপুরের চাবি, আমেরিকা থেকে ১কোটি ১০ লক্ষ লিটার সয়াবিন তেল কিনবে সরকার, শ্রীমঙ্গলে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ আটক ২, কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় সিএনজি চালক আটক , জুড়ীতে বাবুল আহমেদ বাবুল দাখিল মাদরাসার রাস্তা দখলের অভিযোগ , কালীগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা,

কবিতার শিরোনা, কি করে করি প্রমাণ?

কলমে কবি মুকলেছ উদ্দিন,
  • আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

কলমে কবি মুকলেছ উদ্দিন

তারিখ। ২৪/০৪/২০২৩ই
আজ কি করে পরিচয় করি ভাই
হিন্দু মুসলমান অনেকের প্রমাণ নাই

হিন্দু বিবাহিত মহিলা মাথায় দিত ঘোমটা
পায়ে আলতা কপালে দিত সিঁদুরের ফোটা।

পরিচয় দিত যারা অবিবাহিত মহিলা
তাদের মাথার চুল রাখিত খোলা।

হাতে শাখা পায়ে আলতা পড়ে
নব বধু সেজে যাইত স্বামীর ঘরে।

হিন্দু পুরুষে সকলেই ধূতি পড়িত দশ হাত
যারা লুঙ্গি পড়িত তারা মুসলমান জাত।

মুসলিম গেলে কেউ হিন্দু বাড়িতে
তাকে বসতে দিত বাহিরে পিরিতে।

যদি কেহ ভুলে উঠে যেত বারান্দায় বা ঘরে
রাম নাম জপে গোবর ছিটাইত বারে বারে।

হঠাৎ ছিল হিন্দু পুরুষদের মুখে দাড়ি
তাও যাদের বয়স ৬০ ৭০ দিয়েছে পারি।

হিন্দু মেয়েরা পডেনা কেহ বোকরা ওড়না
এগুলি নাকি তাদের ধর্মীয় আইনে মানা।

যদি কোন বিবাহিত মেয়ে হ‌ইত স্বামীহারা
দ্বিতীয় বিবাহ কখনও বসতে পারিতনা তারা।

স্বামী হারা হয়েই কাটাইত সারাটি জীবন
বিধবা আজীবন করিত নিরামিষ ভোজন।

আজ অনেকেই মানে না বিধির বিধান
ডিজিটাল দেশ একই বেশ সকলেই সমান।

নাই ঘুমটা খোলা মাথায় আউলা কেশ
আজ নাই জাতের চিহ্ন একই পরিবেশ।

অনেক বিবাহিত মহিলার হাতে নাই শাখা
নাই ঘুমটা কপালে নাই সিঁদুর আঁকা।

অনেক মুসলিম নারীরা কলপ লাগায় চুলে
কত যে যুবতীরা ছলে আজ উড়না পেছিয়ে গলে।

গায়ে অনেকের নাই বোখরা পর্দার বেড়া
বেপরোয়া ভাবে অনেকেই করে চলাফেরা।

আজ হিন্দু যুবক বৃদ্ধ সকলের মুখে দাড়ি
খাবার খেতে বসে এক পাতে করে খারাকরী।

অনেকেরে চেনা যায় না হিন্দু মুসলমান
অনেকেই মানে না তারা ধর্মের বিধান?

তাহলে কে কোন জাত হিন্দু মুসলমান
একই সভায় বসা কি করে করি প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিতার শিরোনা, কি করে করি প্রমাণ?

আপডেট সময় : ১১:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

কলমে কবি মুকলেছ উদ্দিন

তারিখ। ২৪/০৪/২০২৩ই
আজ কি করে পরিচয় করি ভাই
হিন্দু মুসলমান অনেকের প্রমাণ নাই

হিন্দু বিবাহিত মহিলা মাথায় দিত ঘোমটা
পায়ে আলতা কপালে দিত সিঁদুরের ফোটা।

পরিচয় দিত যারা অবিবাহিত মহিলা
তাদের মাথার চুল রাখিত খোলা।

হাতে শাখা পায়ে আলতা পড়ে
নব বধু সেজে যাইত স্বামীর ঘরে।

হিন্দু পুরুষে সকলেই ধূতি পড়িত দশ হাত
যারা লুঙ্গি পড়িত তারা মুসলমান জাত।

মুসলিম গেলে কেউ হিন্দু বাড়িতে
তাকে বসতে দিত বাহিরে পিরিতে।

যদি কেহ ভুলে উঠে যেত বারান্দায় বা ঘরে
রাম নাম জপে গোবর ছিটাইত বারে বারে।

হঠাৎ ছিল হিন্দু পুরুষদের মুখে দাড়ি
তাও যাদের বয়স ৬০ ৭০ দিয়েছে পারি।

হিন্দু মেয়েরা পডেনা কেহ বোকরা ওড়না
এগুলি নাকি তাদের ধর্মীয় আইনে মানা।

যদি কোন বিবাহিত মেয়ে হ‌ইত স্বামীহারা
দ্বিতীয় বিবাহ কখনও বসতে পারিতনা তারা।

স্বামী হারা হয়েই কাটাইত সারাটি জীবন
বিধবা আজীবন করিত নিরামিষ ভোজন।

আজ অনেকেই মানে না বিধির বিধান
ডিজিটাল দেশ একই বেশ সকলেই সমান।

নাই ঘুমটা খোলা মাথায় আউলা কেশ
আজ নাই জাতের চিহ্ন একই পরিবেশ।

অনেক বিবাহিত মহিলার হাতে নাই শাখা
নাই ঘুমটা কপালে নাই সিঁদুর আঁকা।

অনেক মুসলিম নারীরা কলপ লাগায় চুলে
কত যে যুবতীরা ছলে আজ উড়না পেছিয়ে গলে।

গায়ে অনেকের নাই বোখরা পর্দার বেড়া
বেপরোয়া ভাবে অনেকেই করে চলাফেরা।

আজ হিন্দু যুবক বৃদ্ধ সকলের মুখে দাড়ি
খাবার খেতে বসে এক পাতে করে খারাকরী।

অনেকেরে চেনা যায় না হিন্দু মুসলমান
অনেকেই মানে না তারা ধর্মের বিধান?

তাহলে কে কোন জাত হিন্দু মুসলমান
একই সভায় বসা কি করে করি প্রমাণ।