সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

তাড়াহুড়ো করে ট্রেনে উটতে গিয়ে পা দ্বিখণ্ডিত,

আপডেট:

মৌলভীবাজার,প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে সুমন কুমার দাস নামে এক যুবকের বাম পা দ্বিখণ্ডিত হয়েছে। শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনে এ ঘটনাটি ঘটে।
তিনি বিমান বাহিনীর তৃতীয় শ্রেণির কর্মচারী (টিএস) হিসেবে কর্মরত। আহত যুবককে দ্রুত বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

শমসেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ডিউটি শেষ করে কুলাউড়াস্থ নিজ বাড়িতে যাওয়ার জন্য সুমন কুমার দাস পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যান। এ সময় তার বাম পায়ের হাঁটুর ওপরের অংশ কেটে দ্বিখণ্ডিত হয় এবং ডান পায়ের গোড়ালিতেও আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা শমসেরনগর বিমান বাহিনী ইউনিটে খবর দিলে বিমান বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হেলিকপ্টারযোগে দ্রুত ঢাকা সিএমএইচে উদ্দেশে নিয়ে যান।

শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত