মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাপ্রধান,

- আপডেট সময় : ০৩:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ২২ বার পড়া হয়েছে

মোঃশাহাদাত হোসেন ষ্টাফ রিপোর্টার
মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সরকারি সফরে গেলেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফি উদ্দিন আহমদ। আজ রোববার ১৪ই মে তিনি ঢাকা ছেড়েছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর। আই এস পি আর সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। আই এস পি আর । জানান যুক্ত রাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য। আগামী ১৬ এবং ১৮ই মে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সের প্যাসিফিক এল এ এন পি এস এসসি। সম্মেলনে অংশ নিতে মার্কিন সেনা বাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন সেনাপ্রধান। এ সম্মেলনে লক্ষ্য হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনী গুলোর মধ্যে সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। আই এফপিআর আরো জানান সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে সেনাবাহিনীর প্রধান আসা ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনা করবেন সম্মেলন শেষে সেনাবাহিনীর প্রধান ১৯শে মে যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে একুশে মে বাংলাদেশে পৌঁছাবেন।