জেলা প্রশাসক নেত্রকোনা,

- আপডেট সময় : ০৩:০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ৫৮ বার পড়া হয়েছে

কবি মুকলেছ উদ্দিন
জনাবা অঞ্জনা খান মজলিস নেত্রকোনা জেলায়
সরকারি আদেশে নিয়োজিত মানবতার সেবায়
এমন সুশাসক আজ আমাদের জেলায়
আমরাও ছিলাম এমন একজনের অপেক্ষা।
আজ এই সুশিক্ষকের সুশাসনের প্রশিক্ষণ
গ্রহণ করেছেন প্রশাসন ও এলাকার জনগণ
নাই কোন ঘুষ দুর্নীতি আমার জানামতে
নাই কোন চুরি ডাকাতি সারা এলাকাতে।
নিরীহ মানুষ নাই হয়রানিতে আছে শান্তিতে
চলাফেরা করিতে পারে তারা রাত নিশিতে।
প্রশাসন এমনিভাবে জড়িয়ে আছে এলাকাতে
যেমন তরুলতা মিশে আছে প্রকৃতির সাথে।
ভ্রাতৃত্বের বন্ধনে প্রশাসন জনগণ চলাফেরা করে
মনে হয় বাস করেন তারা যেন একই পরিবারে।
এই প্রশাসক অন্যায়কে কভু প্রশ্রয় দেয় না
তিনি ন্যায় ও হক প্রতিষ্ঠায় কভু পিছু হটে না।
তিনি অতি সতী সাধ্বী পূণ্যবতী
তিনি কোমলমতি ও বুদ্ধিমতি।
চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সুনামধন্য সম্মান
এই এলাকার জনগণ আজ প্রকৃত প্রমাণ।
তারই গলায় সাজে আজ জনতার প্রশংসার মালা
ডি সি অঞ্জনা খান মজলিস মানবতার ফেরিওয়াল।