সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

জুড়ীর সাগরনাল চা বাগানে শ্রমিক লাঞ্চিত হওয়ার ঘটনায় এক ঘন্টা কর্মবিরতি পালন,

আপডেট:

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানে শ্রমিক সম্ভূ পাশীর স্ত্রী সীমা পাশীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বাগানের শ্রমিকেরা আজ শুক্রবার সকালে বাগানের ম্যানেজার শান্তনু চাকমাকে এক ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। শ্রমিক সম্ভূ পাশীর ঘর ভাঙা। বৃষ্টি দিলে পানি পড়ে।

বিজ্ঞাপন

শ্রমিকরা জানান, আজ সকালে সীমা হাড়িবাসন নিয়ে ম্যানেজারের অফিসে যান। সেখানে চা রান্না করার সময় ম্যানেজার চুলা ভেঙে দেন। সীমাকে লাঞ্ছিত করেন। এর
প্রতিবাদে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর নূর, স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রদীপ যাদবসহ স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তি গিয়ে তাকে মুক্ত করেন। জুড়ী থানার পুলিশের একটি দলও সেখানে যায়।

ইউপি চেয়ারম্যান আবদুর নূর বলেন, কাল শনিবার সমঝোতা বৈঠকে বিষয়টির সমাধান হবে বলে তাঁরা আশা করছেন।

বিজ্ঞাপন

ইউপি সদস্য প্রদীপ যাদব বলেন, চা শ্রমিক ও ম্যানেজারের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি শনিবার (২০মে) বিকেলে সালিশ বৈঠকের মাধ্যমে সমাধান করা হবে

চা বাগান ম্যানেজার শান্তনু চাকমা বলেন, ঘর মেরামতের জন্য সকল শ্রমিক আন্দোলন শুরু করেন। একসাথে তো সবার ঘর মেরামত করা সম্ভব হবে না। মেরামতের কাজ চলছে। পর্যায়ক্রমে সকল শ্রমিকদের ঘর মেরামত করে দেয়া হবে। সীমা পাশিকে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, সীমা পাশির অনশন করায় তাকে চলে যেতে অনুরোধ করেছি। পরে তার সাথে অন্য শ্রমিকরা যোগ দেয়। সীমা পাশির ঘরটি দ্রুত নির্মাণ করে দেওয়া হচ্ছে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সাগরনাল চা বাগানের শ্রমিকদের ঘরের ভিতর বৃষ্টির পানি পড়ছিল। ঘর মেরামতের দাবীতে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পাঠানোর পর পরিস্থিতি শান্ত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত