কমলগঞ্জের লাউয়াছড়া বনে গাছের সাথে ধাক্কায় ট্রেনের বগি লাইনচ্যুত,

- আপডেট সময় : ১২:২৮:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের,
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে এ ঘঠনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায় নি।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করার সময় লাইনের উপর ঝড়ের কারণে হেলে পড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। অপরদিকে, কুলাউড়া থেকে উদ্ধারকারী আরও একটি ট্রেন দুর্ঘটনাস্থলে আছে। দ্রুত সময়ের মধ্যে যাতে ট্রেন যোগাযোগ আবার স্বাভাবিক হয় সে লক্ষে আমরা কাজ করছি।