জুড়ীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ২০২৩

- আপডেট সময় : ০৪:১০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ২৬ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
মৌলভীবাজার জেলার জুড়ীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে ) ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী’র সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাসুক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, শাহনিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান খান, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, তাজুল ইসলাম, মনিরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, ফারুক মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোঃ সুজাউদ্দৌলা প্রমুখ।