সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান জরিমানা,

আপডেট:

মোঃ শাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার

অনুমোদিত হীন বিভিন্ন নিম্নমানের স্যালাইন পণ্যের মেয়াদ না থাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়। তিন প্রতিষ্ঠানকে 19 হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সোমবার জীবনগর উপজেলার চ্যাংখালী সড়কের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মদ এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে জীবননগরের চ্যাংখালী সড়কের মেসাস গফুর স্টোরের মালিক আব্দুল গফুর তার প্রতিষ্ঠানের বিক্রয় উদ্দেশ্যে নিম্নমানের অনুমোদিহীন কোম্পানির স্যালাইন বিক্রয় উদ্দেশ্যে নিম্নমানের অনুমোদিহীন কোম্পানির স্যালাইন বিক্রি করার জন্য রেখেছিল। কোন মূল্য তালিকা প্রদর্শন করা ছিল না। এবং দোকানের বেশ কিছু পণ্য পাওয়া যায় যার মেয়াদ উত্তীর্ণএসব অপরাধের কারণে আব্দুল গফুরকে দশ হাজার টাকা জরিপানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সড়কে মেসাস সোনার বাংলা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে হোটেলের মালিক শাকিল আহম্মদকে ২০০০ টাকা এবং কীটনাশ ক কণা এন্টারপ্রাইজ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিক কাওসার আলীকে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সজল আহমেদ বলেন সতর্ক করার জন্য সকলকে স্বল্প পরিমাণে জরিপানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত