সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে এ্যাডভোকেসী ক্যাম্পেইন,

আপডেট:

বিশেষ প্রতিনিধি,নূর হোসাইন,

কারিতাস ঢাকা অঞ্চলে বাস্তবায়িত আলোকিত শিশু প্রকল্পের উদ্যোগে পথশিশুদের সরকারি—বেসরকারি সুযোগ সুবিধা, নিরাপদ রাত্রিকালীন আবাসন ও জন্মনিবন্ধনের আওতায় আনার দাবীতে এ্যাডভোকেসী ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর উল্টোদিকের রোডে অবস্থিত কালিতাস বাংলাদেশ অফিসে ঢাকা উওর সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড সচিব টি.এল. রবি দাশের সভাপতিত্বে ও আউটরীচ অফিসার লিজা নির্মলা কস্তা এ্যাডভোকেসী ক্যাম্পেইনটি সঞ্চালনা করেন। ২৪ মে (২০২৩ ) বিকাল তিন ঘটিকার সময় এ সভায় উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন (অসহায় মহিলা ও শিশু আইনি সহায়তা কর্মসূচি কেন্দ্র) এর চেয়ারম্যান ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক নুর হোসাইন, ফাল্গুনী টেলিভিশনের নিউজ প্রেজেন্টার ও মানবাধিকার কর্মী রাবেয়া সুলতানা, শ্রমিকনেত্রী লাভলী রেজা, ইউসেপ বাংলাদেশের প্রতিনিধি মো: শাহীন রহমান, ডিআইসি-ইনচার্জ দেবব্রত মজুমদার, অফিস এ্যাসিষ্টেন্ট জনি বিশ্বাস প্রমূখ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। বেসরকারি উন্নয়ণ সংস্থা কারিতাস, বাংলাদেশ মানবাধিকার কমিশন, লিডো, ইউসেপ, রিহ্যাব, আহ্ছানিয়া মিশন এবং স্থানীয় উন্নয়নমিত্রগণ। রাস্তায় বসবাসকারী পথশিশুদের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা, জন্মনিবন্ধন সহজীকরণ ও শিশুদের রাত্রিকালীন নিরাপদ আবাসন নিশ্চিত করার জন্য ঐক্যবন্ধ ভাবে কাজ করার একাত্বতা প্রকাশ করেন। শিশুদের এসকল অধিকার আদায়ে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের কাজে দাবী জানানো হয়। উপস্থিত সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান ও সাংবাদিকবৃন্দ শিশুদের সুযোগ সুবিধা, সুরক্ষা ও মৌলিক অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ্যাডভোকেসী ক্যাম্পেইনের সংবাদটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশের ফলে সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টিতে আসার ফলে শিশুদের সুরক্ষা ও মৌলিক অধিকার রক্ষায় ভূমিকা রাখবে। এ্যাডভোকেসী ক্যাম্পেইনের শেষে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত