সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

বড়লেখায় সীমান্তে বিজিবির হাতে ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ চোরা কারবারি আটক,

আপডেট:

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের

বড়লেখার বোবারথল সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা রোববার ২১ মে ভোরে একটি ভারতীয় অবৈধ মোটরসাইকেলসহ জামিল আহমদ নামে এক চোরাকারবারীকে আটক করেছে।
পরে মামলা দিয়ে বিজিবি তাকে বড়লেখা থানায় সোপর্দ করেছে। বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ আটক জামিলকে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, বিজিবি বোবারথল জেসিও এর নায়েক সুবেদার একেএম রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের এম.পি ১৩৭৬ হতে ২৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে অবস্থান করেন। এসময় ভারতীয় চোরাই মোটরসাইকেল নিয়ে পালানোর সময় বিজিবি সদস্যরা এলাকার চিহ্নিত চোরাকারবারী জামিল আহমদকে আটক করেন।
আটক মোটরসাইকেলের বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে। বিজিবি বোবারথল ক্যাম্পের ইনচার্জ সুবেদার একেএম রমজান আলী জানান, আটক চোরাকারবারী জামিলকে রোববার দুপুরে বড়লেখা থানায় সোপর্দ করেছেন। এব্যাপারে তার বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে থানায় মামলা হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল মোহাম্মদ মুহিব্বুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালানসহ যেকোনো অপতৎপরতা রুখতে বিজিবি সতর্ক অবস্হানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত