
মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
সিলেটে ৪৫পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন আসামী গ্রেফতার ২৩/৫/২৩ খ্রিঃ ১২.১৫ ঘটিকার সময় ৭এপিবিএন সিলেট এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরির্দশক (নিঃ) মোঃ সুমন আলী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি সিলেট এর দক্ষিন সুরমা থানাধীন বঙ্গবীর সড়কস্থ লাউয়াই এলাকায় মেসার্স লাকি টায়ার স্টোর ও ভলকানাইজিং দোকোনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করিয়া ৪৫ পিস ইয়াবাসহ আসামী মোঃ নাসির (২৩), পিতা-মৃত আবুল কাশেম, মাতা- আনোয়ারা বেগম, সাং- কাঠাল, থানা- ঈশ্বরগঞ্জ জেলা- ময়মনসিংহ থেকে আটক করা হয়। এসআই (নিঃ) দিপক কুমার পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক ) ধারায় দক্ষিন সুরমা থানায় এজাহার দাখিল করেন, মামলা রুজু প্রক্রিয়াধীন।
অপস এন্ড ইন্টেলিজেন্স উইং ৭ এপিবিএন সিলেট পুলিশ পরিদর্শক সুমন আলী ঘটননার সত্যতা নিশ্চিত করেন এবং তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।