
বিশেষ প্রতিনিধি, নূর হোসাইন,
মিরপুর আর সি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬ তলা ভিত্তিসহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ঢাকা- ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু । ঢাকার মিরপুর মাজার রোডের বড় মসজিদের পাশেই ২৫ মে সকাল ১১ ঘটিকার সময় ওই স্কুলের ৬ তলা ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন । এ সময় স্কুলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ মজিবুর রহমান ও প্রধান শিক্ষক সুপর্ণা বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন । এ সময় বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু এমপি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ স্বাধীন হতো না এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন । এ সময় তিনি নেতাকর্মীদের এ স্লোগান ধরতে বলেন- শেখ হাসিনার সরকার বারবার দরকার ,তখন নেতাকর্মীরা স্লোগানে বলেন শেখ হাসিনার সরকার বারবার দরকার । এ সময় স্কুলের প্রধান শিক্ষকের পক্ষ থেকে এমপি মহোদয় ও স্কুলের সভাপতি কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।