সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩

কালীগঞ্জে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী ফেনসিডিলসহ আটক,

আপডেট:

মোঃ আব্বাস আলী , ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিহ্নিত কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লালভানু (৫৬) আবারো পুলিশের জালে। সে ১২ মাদক মামলার আসামী। শুক্রবার (২৬ ) দুপুরে শহরের শিবনগর ভাটা পাড়াস্থ এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী লালভানুকে ফেনসিডিল সহ আটক করা হয়। সে ওই গ্রামের মৃত. কুদ্দুস মোল্ল্যার মেয়ে।

বিজ্ঞাপন

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানায়, মাদক বিকিকিনি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে থানার পুলিশ পৌর এলাকার শিবনগর গ্রামে এক অভিযান চালায়। সেখানে একটি ইটভাটার সামনে থেকে লাল ভানুকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তাকে কালীগঞ্জ থানায় আনার পর মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বিকালে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায় আটক লালভানু একজন চিহ্নিত নারী মাদক কারবারী। তার বিরুদ্ধে অত্র থানাতে প্রায় শ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত