মায়ের হাতে গাজীপুরের চাবি,

- আপডেট সময় : ০৭:৩০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ শাহাদাত হোসেন।
২৫শে মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে একটানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আজমত উল্লাহ খানের চেয়ে টেবিল ঘড়ি প্রতিক নিয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে বেসরকারিভাবে নির্বাচিত হন। নির্বাচনে ৪৮০ টি কেন্দ্রে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে এতে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে ভোট পেয়েছেন। দুই লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকার প্রার্থী জনাব অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ভোট পেয়েছেন। দুই লাখ বাইশ হাজার ৭৩৭ ভোট। ভোটের ব্যবধান ১৬ হাজার ১৯৭ ভোট। উক্ত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৯ জন বৃহস্পতিবার ২৫শে মে দিবাগত রাত্রে জেলা পরিষদ ভবনে বঙ্গতাজ অডিটোরিয়ামে এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জনাব ফরিদুল ইসলাম। নির্বাচন কমিশনার তথ্য অনুযায়ী গাজীপুর সিটিতে মোট ভোটার এগারো লাখ ৭৯ হাজার ৪৭৬ জন।। ভোট প্রদান করেছেন পাঁচ লাখ ৭৫ হাজার ৫০ জন অর্থাৎ প্রায় ৫০% উপরে ভোট পড়েছে। নির্বাচনে ৫৭ টি ওয়ার্ডে ৪৮০ টি ভোট কেন্দ্রের তিন লক্ষ চার হাজার ৯৭ টি কক্ষে ভোট কার্যক্রম চলে ছিল সিসি ক্যামেরা দ্ধারা এগুলো ঢাকা থেকে মনিটরিং করা হয় ৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়।সুষ্ট সুন্দর ও শান্তিপূর্ণভাবে সকাল আটটা থেকে একটানা বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় কোন জায়গায় কোন আপত্তিকর ঘটনা ঘটেনি।