শিরোনাম:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেটে ২মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ,

সিলেট বিভাগীয় প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১৩:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে
সিলেট সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
গতকাল মঙ্গলবার ৩০মে বেলা আড়াইটার দিকে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। পৃথক দুটি চিঠিতে তাঁদের বলা হয়, আচরণবিধি লঙ্ঘন চলছেই, বন্ধে নেই কুনো পদক্ষেপ নেই শিরোনাম প্রতিবেদনের মাধ্যমে জানা হয়, আপনারা নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করছেন বলে ও চিঠিতে উল্লেখ করেন।