সিলেট সিটির ১১নং ওয়ার্ডে চলছে রমরমা তীর ও মাদকের ব্যাবসা,

- আপডেট সময় : ১২:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৬১ বার পড়া হয়েছে

মোঃ শাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার
সিলেট মহানগরীর ১১.নং ওয়ার্ডে জোয়া ও মাদক সিন্ডিকেট বাজদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহব্বান জানিয়েছেন বৃহত্তর লালাদিঘির পাড় এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ। এই মাদক ও তীর যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।
জানা যায় সিলেট মহানগরীর ১১নং ওয়ার্ডে বহুল আলোচিত সমালোচিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর তালিকার হেডলিষ্টে রেডজোন খ্যাত পরিচিত সিলেট মহানগরীর লালাদিঘির পাড়।
যার নেপত্যে রয়েছেন খোদ অত্র এলাকার কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের ভাতিজা ও সিলেট জেলা সেচ্ছাসেবকলীগের সমালোচিত সভাপতি আফসার আজিজের ছোট দুই ভাই গডফাদার সাজান আজিজ এবং ইসরাফিল আজিজ সাজ্জাদ উরফে সাজু।
সরেজমিনে গিয়ে দেখা যায় , সিলেট মহানগরীর লালাদিঘির পাড়ের উওরপাড়ে মনিপুরী বস্তি ও দক্ষিণ পাড়ের গডফাদার সাজান আজিজের কলোনি সংলগ্ন বালুকা মাঠ নামে পরিচিত যায়গায় চলতেছে রমরমা জোয়ার আসর।
আমাদের অনুসন্ধানে গিয়ে উঠে এসেছে বর্তমান ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলকের ভাতিজা ও সিলেট জেলা সেচ্ছা সেবক লীগের সমালোচিত সভাপতি আফসার আজিজের ছোট দুই ভাই অপরাধ জগতের গডফাদার সাজান আজিজ এবং ইসরাফিল আজিজ সাজ্জাদ উরফে সাজুর নেতৃত্বে চলতেছে রমরমা জোয়ার বোর্ড।
লালাদিঘির পাড় মনিপুরী বস্তির মেঘালয় বাবু , নিমাই বাবুর দোকান , এবং অপরাধ জগতের গডফাদার সাজান আজিজের কলোনি সংলগ্ন বালুকা মাঠে ইসরাফিল আজিজ সাজ্জাদ উরফে সাজুর নেতৃত্বে সুমন ও লিটন পরিচালনা করছে এইসব জোয়া ব্যবসার সিন্ডিকেট।
পাশাপাশি সন্ধ্যা নামার পর থেকে লালাদিঘির পাড়ের অপরাধ জগতের মূলহোতা গডফাদার সাজান আজিজের কলোনী এবং লালাদিঘির পাড় ও দক্ষিণ কাজলশাহ ওসমানী মেডিকেল কলেজ রোডের শাপলা গলি এলাকায় শুরু হয় রমরমা মাদক ব্যবসার হাট – উঠতি বয়েসী যুবক , কিশোর থেকে শুরু করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সদস্যরা আসক্ত হয়ে পড়েছেন এই মাদক সেবন ও জোয়া খেলায়।
তাই বৃহত্তর লালাদিঘির পাড় এলাকায় জোয়া ও মাদক সিন্ডিকেট বাজদের গডফাদার সাজান আজিজ এবং ইসরাফিল আজিজ সাজ্জাদ উরফে সাজুর বিরুদ্ধে অনিয়তি বিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করে , মাঝে মধ্যে শূনা যায় কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক এর সাথে ভাগাভাগি নিয়ে চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
এলাকার দু একজন কে জিজ্ঞেস করলে তারা নাম না বলার শর্তে বলেন আপনারা যতটুকু শুনেছেন সবই সত্য।
লালাদিঘিরপাড়’বাসীকে এই অভিশপ্ত কলংক জনক অধ্যায় থেকে মুক্তি দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত উর্ধতন কর্মকর্তা বৃন্দের নিকট বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন বৃহত্তর লালাদিঘির পাড় এলাকার সুশীল সমাজের সর্বস্তরের সম্মানিত স্থানীয় নাগরিকবৃন্দ।