শিরোনাম:
গাজীপুর বিউটিশিয়ানের হাত পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার,

মোঃ শাহাদাত হোসেন,স্টাফ রিপোর্টার ,
- আপডেট সময় : ০৫:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে

মোঃ শাহাদাত হোসেন,স্টাফ রিপোর্টার
মহানগরীর সদর থানাধীন আদাবৈ এলাকায় ডিউটি পাল্লারের ব্যবসা করে আসছিলেন রুবিনা আক্তার। গাজীপুর একটি বিউটি পার্লার থেকে হাত-পা বাঁধা অবস্থায় রুবিনা আক্তার ২৪ নামে এক বিউটিশিয়ান এর মরা দেহ উদ্ধার করা হয়। রবিবার চৌঠা জুন রাত দশটার দিকে মহানগরীর সদর থানা দিন আদবৈ এলাকায় বিউটি পার্লারের কক্ষ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রুবিনা আক্তার নিজে বিউটি পার্লার টি পরিচালনা করতেন। গাজীপুর মহানগরীর সদর থানা দিন আদবৈ এলাকার সালাম তালুকদারের মেয়ে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওনার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তদন্ত হচ্ছে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।