বৃত্তকলা একাডেমি প্রকাশনীর উদ্যোগে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী বর্ষরে সেরা কবি, লেখক, সম্পাদক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩।

- আপডেট সময় : ০২:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

কবি, মুখলেছ উদ্দিন
বৃত্তকলা একাডেমি প্রকাশনীর উদ্যোগে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী বর্ষরে সেরা কবি, লেখক, সম্পাদক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩।
সভাপতি: কবি মুখলেস উদ্দিন বিএলএফ প্রশিক্ষণপ্রাপ্ত মুজিব বাহিনী।
উদ্বোধক: ডক্টর আলহাজ্ব শরীফ সাকী পিএইচডি ইন ল’
মহাসচিব
আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী অপরাধ তদন্ত সোসাইটি
সভাপতি মানবিক বিশ্ব।
প্রধান অতিথি: কবি, সংগঠক, সাংবাদিক এ.এম.ফিরোজ সভাপতি আওয়ামী যুবলীগ, পাঠাকাটা ইউনিয়ন, নকলা, শেরপুর।
প্রধান আলোচক: এবিএম সোহেল রশিদ কবি, কথাসাহিত্যিক ও অভিনেতা।
বিশেষ আলোচক: কথাসাহিত্যিক জাকির আল হাসান রানা উপদেষ্টা বৃত্তকলা একাডেমি।
বিশেষ অতিথি:
কবি মাহবুবুল আলম
উপদেষ্টা বৃত্তকলা একাডেমি।
শিক্ষক,কবি,ছড়াকার ও সাহিত্য সংগঠক আসাদুজ্জামান খান মুকুল
কবি মো: সেলিম মিয়া উপদেষ্টা বৃত্তকলা একাডেমি।
কবি মো: জবাদুল হক জাবেদ উপদেষ্টা বৃত্তকলা একাডেমি।
কবি ও ছড়াকার হানিফ রাজা প্রতিষ্ঠাতা ও সভাপতি
শিকড় সাহিত্য পরিষদ।
কবি মো: আলী হোসেন জামাল উপদেষ্টা বৃত্তকলাট একাডেমি।
লেখক অনিক ভট্টাচার্য্য
কবি ছড়াকার প্রাবন্ধিক ও ঔপন্যাসিক ডাঃ আনসার উদ্দিন ভূঁঞা প্রতিষ্ঠাতা সভাপতি: মারজান সাহিত্য পরিষদ
নান্দাইল সাহিত্য পরিষদ।
কবি ও সংগঠক শ ম দেলোয়ার জাহান
জনাব সোহরাব উদ্দিন মেম্বার ৫নং ওয়ার্ড।
ব্যবস্থাপনায়: কবি ও কথাসাহিত্যিক আব্দুল্যাহ আল মাহদী সম্পাদক ওট প্রকাশক বৃত্ত কলা একাডেমি ৩৪ বাংলাবাজার ঢাকা ১১০০।