নারায়ণগঞ্জ চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন অগ্নি দগ্ধ,

- আপডেট সময় : ০৩:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

মোঃ শাহাদাত হোসেন,স্টাফ রিপোর্টার,
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ চিকিৎসক বলেন অগ্নি দগ্ধ সবার অবস্থা আশংকা জনক। জানা যায় নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর এলাকায় একটি বাসায় চার্জার ফ্যান বিস্ফোরনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে তাদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউ জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে। শুক্রবার ৯ জুন সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।
যারা পুড়ে যায় তারা হলেন মোহাম্মদ সালাম মন্ডল (৫৫) বুলবুলি বেগম (৪০) সোনিয়া আকতার (২৭) টুটুল (২৫) ও মেহেজাবিন সাত ফতুল্লা কাশিপুর বাসিন্দা সোহাগ বলেন শুক্রবার সকাল আটটার দিকে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়ে গিয়ে দেখা যায় আগুন লেগেছে ঘরের তখন ভিতরে আটকা পড়া পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।
চার্জার ফ্যানের বিস্ফোরণে এই ঘটনা ঘটে। তিনি আরো বলেন পরিবারটি একতলা ছাদ দেওয়া একটি বাড়িতে থাকতো। শুক্রবার বন্ধের দিন হওয়ায় তারা সবাই ঘুমিয়ে ছিল বলে আগুন হতে কেহ রক্ষা পায়নি। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিউট আবাসিক সার্জেন ডাক্তার মোঃ তরিকুল ইসলাম বলেন অগ্নি দগ্ধদের মধ্যে সালাম মন্ডল ৭০ শতাংশ বুলবুলি ২৫ শতাংশ সোনিয়া ৪২ শতাংশ টুটুল ৬০ শতাংশ শিশু মেহজাবিন ৩৫ শতাংশ ফেস বার্ন হয়েছে সকলের অবস্থা আশঙ্কাজনক, ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি ফতুল্লা থানায় জানিয়েছেন।