প্রথমবারের মতো জেসিআই বাংলাদেশ আয়োজিত ,

- আপডেট সময় : ০২:৩৮:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,
স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’র। দুই দিনব্যাপী এই সামিট ও এক্সপো শুরু হলো রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়। শুক্রবার (৯ জুন) সকালে আয়োজনের উদ্বোধন করা হয়েছে।
স্মার্ট বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ও স্মার্ট যুগের অপার সম্ভাবনাকে সুদৃঢ় করার প্রচেষ্টায় এগিয়ে এসেছে বিশ্বব্যাপী তরুণদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন জেসিআই বাংলাদেশের আয়োজনে ও এসপায়ার টু ইনোভেট-এটুআই-এর সহযোগিতায় আগামীকাল শনিবার পর্যন্ত চলবে এ আয়োজন।
আজ সকালে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয় দর্শনার্থীদের প্রবেশ। তারপর উদ্বোধন করা হয় সামিট ও এক্সপোর। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারী জেনারেল নিয়াজ মোর্শেদ এলিট বলেন, তরুন উদ্যোক্তাদের জন্য নীতিমালা তৈরি করা এখন সময়ের দাবী।জেসিআই বাংলাদেশ এ বিষয় নিয়ে কাজ করছে ও করে যাবে।