গোমস্তাপুরে আলোচিত শুচির মামলা আদালতে মিথ্যা প্রমানিত সোহান খালাস ,

- আপডেট সময় : ০২:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর সভার আলোচিত শুচির মামলা আদালতে মিথ্যা প্রমানিত সোহান খালাস। ঘটনার বিবরণে জানাযায় রহনপুর পৌর এলাকার বড়বাজার মহল্লার শুচিতা রায় স্বামী ফরহাদ হোসেন।
নাইমুর রহমান, পিতা শাহ আলম (পলাশ) রহনপুর পৌর এলাকার স্টেশন হঠাৎ পাড়া এলাকার বাসিন্দা এর সাথে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে বন্ধুত্বের মতো চলাফেরা ছিল কিন্তু কি কারণে তাদের সম্পর্কের মধ্যে বিরোধ সৃষ্টি হয় । এর পর সোহান তাকে ব্লাকমেইলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে শুচির। এরপর সোহান দাবি করে তাকে ব্ল্যাকমেইল করে অনেক অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছে শুচি। এরপর শুচি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সোহানের নামে গত ১৮ জুলাই ২০২২ গোমস্তাপুর থানায় মামলা করে মামলা নং ২৭/ ২৩৫, এরপর গত ২২ জুলাই আসামি কে আদালতে সোর্পদ করে পুলিশ। এরপর গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বদিউজ্জামান রহনপুর তদন্ত কেন্দ্র বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। চার্জশিটে এই মামলায় সোহানের কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি উল্লেখ করেন । তাই বিজ্ঞ আদালত গত ৬ জুন মঙ্গলবার এই মামলার আসামি সোহান কে খালাস প্রদান করেন। এই বিষয়ে সোহানের আইনজীবী মোঃ আঃ খালেক জানান বিজ্ঞ আদালতের মাননীয় বিচারক ঈশিকা সাবনাম দুপক্ষের শুনানি শুনে আসামি সোহান কে খালাস প্রদান করেন। রায়ের প্রতিক্রিয়ায় ভুক্তভুগি সোহান জানান আমি আদালতে ন্যায় বিচার পেয়েছি। সত্য কোনদিন চাপা থাকেনা। আমি এখন তার বিরুদ্ধে মানহানি মামলা করার চিন্তা করছি বলে জানান।