সুনামগঞ্জের মধ্যেনগরে সাংবাদিককে মারধর থানায় অভিযোগ,

- আপডেট সময় : ০৬:১৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব বিরোধের জের ধরে এক সাংবাদিককে মারধরের ঘটনা ঘটেছে। আহত ওই সাংবাদিক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামে।
ওই সাংবাদিকের নাম মোঃ স্বপন জাহান (৩০) তিনি দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার মধ্যনগর উপজেলা প্রতিনিধি। গতকাল শনিবার রাতে মধ্যনগরে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা বাজারে তাঁর ওপর হামলা হয়। রাতেই একই গ্রামের পাঁচজনকে আসামি করে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একটি লিখিত অভিযোগ করেছেন। আসামিরা হলেন জয়নাল মিয়া (৫৫) তাজু মিয়া (৪৫) মন্নাফ মিয়া (৪০) লালন মিয়া (২৫) ও কালন (২৯)।
অভিযোগে বলা হয়, আসামিরা সবাই একই ইউনিয়নের গড়াকাটা গ্রামের বাসিন্দা। এলাকায় মাদক সেবন, ব্যবসা ও নানা অপকর্মের সঙ্গে জড়িত। তাঁরা মদ খেয়ে প্রায় প্রতিদিনই গড়াকাটা বাজারে মাতলামি করে মানুষজনকে বিরক্ত করে আসছিলো। মাদক ব্যবসার জন্য জয়নাল মিয়াকে পুলিশ তিন বছর আগে মদসহ গ্রেপ্তারও করেছিল। বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছিলেন স্বপন জাহান। তা নিয়ে জয়নাল ও তাঁর লোকজন ওই সাংবাদিকের ওপর উপর খুব। তাঁরা স্বপন জাহানকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলো।
সাংবাদিক স্বপন জাহান জানান, গতকাল শনিবার রাত ৮ টার দিকে তিনি গড়াকাটা বাজারে একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন তখন দোকান থেকে বের হয়ে সামনের সড়কে যাওয়া মাত্রই তাঁকে মাদক ব্যবসায়ী জয়নাল মিয়া ও তাঁর লোকজন অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে।
সাংবাদিক বলেন আমি প্রতিবাদ করা মাত্রই মাদক ব্যবসায়ী ও মাদকসেবী জয়নাল মিয়ার নেতৃত্বে তাঁর লোকজন আমার ওপর হামলা চালিয়ে আমাকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মেরে আহত করেছে। পরে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আমাকে বাড়িতে পৌঁছে দেয়। আমি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। ঘটনার পর থেকে আমি নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ অভিযোগ মিথ্যা বলে দাবি করে জয়নাল মিয়া তিনি বলেন আমি ও আমার লোকজন কোনো সাংবাদিককে মারধর করেনি। অভিযোগগুলো মিথ্যা।
সাংবাদিককে মারধরের অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।