ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট শিহাব উদ্দিন শাহীন

- আপডেট সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ২২৮ বার পড়া হয়েছে

আহসান হাবীব স্টাফ রিপোর্টার
পবিএ ঈদ উল আযহার উপলক্ষে নোয়াখালী-৪ সদর- সুবর্ণচরের সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের দলীয় মনোনয়ন প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- একটি বছর ঘুরে আবার ফিরে এলো ত্যাগ ও আত্মশুদ্ধির পর্ব “কুরবান”। ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য। ঈদ মানে নিজেকে বিলিয়ে দেওয়া। ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। বৃহৎ এর সঙ্গে যুক্ত হওয়া। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। ঈদের আমেজ ছড়িয়ে দিতে হবে সবার মাঝে।
তিনি আরো বলেন- ঈদ উল আযহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। আমাদের সব ভেদাভেদ ভুলে এক হতে শেখায়। অভাবী এবং দুস্থ ও বিপদগ্রস্তদের সাহায্যের জন্য এগিয়ে আসার প্রেরণা দেয়।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন- হযরত ইব্রাহীম (আ.) মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তাঁর সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা মুসলিম জাহানের কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে। এই উৎসবের মধ্যদিয়ে সামর্থ্যবান মুসলমানেরা জবাইকৃত পশুর গোশত আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি ঈদের দিন নির্ধারিত স্থানে পশু কুরবানী দিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানান।