আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাড়ি দখল করেন হুমায়ুন কবির জুয়েল।

- আপডেট সময় : ০৯:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বাড়ি দখল করেন । গত ২২/০৩/২০১৩ ইং তারিখে, দেওয়ানী মামলা নং-৪৩/২০২৩, মোকাম: জেলা জজ আদালত, ঢাকা এর নির্দেশে মিরপুর দারুস সালাম থানাধীন ১০ নং ওয়ার্ডে ৫১ নং প্লটটি তিন মাসের অস্থায়ী নিশেদাজ্ঞা প্রদান করে মহামান্য জেলা জজ আদালত। এরপর গত ৩০/০৫/২০২৩ইং তারিখে ২ রুমের ভাড়াটি চলে যান। ফলে রুমটি খালি হয়। ঠিক সেই দিনই আদালত অবমাননা করে বিবাদী মোঃ হুমায়ুন কবির জুয়েল বাড়িতে ডুকে জোর পূর্বক ক্ষমতার অপব্যবহার করে দুইটি রুমের দরজায় তালা ঝুলিয়ে দেন এবং বাদী পক্ষকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি প্রদান করেন। এরপর গত ০২/০৬/২০২৩ ইং তারিখ সন্ধা ৭:৩০ ঘটিকার সময় এলাকার ৪/৫ জন অজ্ঞাতনামা লোক নিয়ে বাড়ির ভিতরে ঢুকে বাদীপক্ষের লোকজনদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দেখায় ও হুমকি প্রদান করেন ,মেইন দরজার সামনে বাড়ি ভাড়ার একটি নোটিশ দিয়ে যান। উক্ত মামলায় অস্থায়ী নিশেধাজ্ঞা থাকা সত্বেও বিবাদী মো: হুমায়ুন কবির জুলেল এই কাজটি করেন। তিনি গত ০২/০৬/২০২৩ ইং তারিখে দখল করতে না পাড়ায় আজ ০১/০৭/২০২৩ইং তারিখে ১০/১২ সন্তাসী বাহিনী নিয়ে বেলা ১ টার সময় রুম গুলো দখল করেন। এলাকার বিভিন্ন সন্ত্রাসী প্রকৃতির লোকজনকে টাকা-পয়সা দিয়ে তাদেরকে নিজের পক্ষে কাজ করার জন্য হাত করে রাখছেন। এমনকি থানায় জি.ডি করতে গেলেও পথে সন্ত্রাসী বাহিনী নিয়ে অনেক রকম হুমকি প্রদান করেন । মামলার বিবাদী জানান তিনি মৃত সাবেক এম.পি আসলামুল হক (আসলাম )এর ব্যক্তিগত ড্রাইভার ছিলেন। বিশ হাজার টাকা চাকুরি করে আজ অঢেল অবৈধ সম্পদের মালিক তিনি, যিনি কথায় কথায় টাকা গরম দেখান, এজন্য এলাকার লোক জনের সাথে তার ভাল সম্পর্ক নেই, গত ২২/০৩/২০২৩ইং তারিখের আদালতের অস্থায়ী নিশেদাজ্ঞার সুনানী ১৪/০৬/২০২৩ইং তারিখে দার্য করা হয় এবং অস্থায়ী নিশেদাজ্ঞা বিরাজমান রাখেন আদালত। তিনি এলাকার লোকজন নিয়ে জোর করে বাসার ভিতরে এসে ২টি রুমে দখল করেন, যা আদালতের অবমাননার শামিল । বিবাদী এম.পি. আসসলামুল হক আসলাম থাকা কালীন সময়ে জোর পূর্বক সুদের টাকা পরিশোধ করতে না পারায়, এম.পির ক্ষমতা প্রয়োগ করে বাড়িটি ৮০ লক্ষ টাকায় বায়না করেন, ৬ মাসের মেয়েদ দিয়ে ৪৫ লক্ষ টাকা বায়না করেন। এবং জোর পূর্বক বাড়ি খালি করে ২টি রুম দখল করেন, আদারতের নিশেদাজ্ঞা থাকা সত্বেও। আইনের প্রতি শ্রদ্ধা রেখে এর একটি প্রতিকার আদালতের কাছে চাচ্ছি। এবং অন্যের বাড়ি নিজের বাড়ি বললে ৭ বছরের জেল ২০২৩ সালের আইনের আওতায় আনতে আইনের প্রতি অভিযোগ দাখিল করছি।