জুড়ীতে ইমাজিন ফাউন্ডেশনের অর্থ বিতরণ ও কুলাউড়া উপজেলা শাখা গঠন,

- আপডেট সময় : ০৫:১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টের
সামাজিক সংগঠন ইমাজিন ফাউন্ডেশন জুড়ি উপজেলা শাখার পক্ষ থেকে দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ। এছাড়া কুলাউড়া উপজেলা শাখার কমিটি গঠন অনুদান প্রদান করা হয়েছে।
(১ জুলাই) শনিবার রাতে জুড়ি উপজেলার পৃথক অনুষ্ঠানে জুড়ি উপজেলা শাখার সভাপতি ফারুক আহমদ মতছিন ও কুলাউড়ায় সমাজ সেবক আব্দুল আহাদের সভাপতিত্বে পৃথক সভা অনুষ্ঠিত হয়। জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের হত দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
ইমাজিন ফাউন্ডেশন সকলের সর্বসম্মতি ক্রমে কুলাউড়া উপজেলা শাখার আহবায়ক আব্দুল আহাদ, যুগ্ন আহবায়ক হাসান আল মাহমুদ রাজু, যুগ্ন আহবায়ক মাসুদ রানা পারভেস সদস্য সচিব মোঃ আশফাকুর রহমান চৌধুরী জয়নাল, সদস্য ময়নুল ইসলাম পংকি, মুসলিম মিয়া, আলমাছ আলী কে সদস্য করে ৭ সদস্য বিশিষ্ট ইমাজিন ফাউন্ডেশন কুলাউড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অর্থ বিতরণ করেন ইমাজিন ফাউন্ডেশনের মহাসচিব মুন্সী শরীফুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাট্যজন ও কবি মোঃ শহীদ -উল ইসলাম প্রিন্স, সিলেট বিভাগীয় সংগঠনিক সম্পাদক মোঃ আবদুল হাকিম ইমন,ইমাজিন ফাউন্ডেশন জুড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ অনকে উপস্থিত ছিলেন।