আদালত থেকে ফেরার পথে দক্ষিণ সোনামগঞ্জে দুই যুবকের উপর হামলা।

- আপডেট সময় : ০৮:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি থেকে জানা যায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ ইউনিয়নে ২ যুবকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় ওই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে মহিবুর রহমান মানিক (৩০) ও একই গ্রামের মোঃ শামসুল মিয়ার ছেলে মোঃ সানি মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন।
জানা যায় গতকাল সোমবার দুপুর ২ ঘটিকায় সময় আদালত থেকে শান্তিগঞ্জ নিজ গ্রামে ফেরার পথে সদর উপজেলা আলুয়াগাঁও সংলগ্ন সেচনিখাড়ার সেতুতে হামলার শিকার হন তারা। আহত মহিবুর রহমান মানিক জানান দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের তোতা মিয়ার ছেলের মতিউর রহমান ওরফে মতির (৩৬) সাথে আমাদের একটি মামলা চলমান আছে। এ মামলা হাজিরা দিতে আজ সোমবার আমরা আদালতে এসেছিলাম। আদালত আমাদের জামিন মঞ্জুর করার প্রতিপক্ষ ব্যক্তিরা আমাদের উপর চরমভাবে ক্ষুদ্দ হয় হামলার মামলার বাদী মতিউর রহমান ওরফে মতি ও তার ভাই আব্দুস সালাম একই গ্রামের মৃত হাসিদ উল্লাহর ছেলে হাবিব মিয়া (৪০) আফতাবুলের ছেলে রাজুমিয়া (২৬) পারভেজ মিয়া (২৫) মাসুক মিয়ার ছেলে মাসুম মিয়া (২২) মোস্তফা মিয়ার ছেলে অজুদ মিয়া (৩৮) সহ ১০/১২জন এই হামলা চালায়।
অভিযুক্ত ও মামলারবাদি মতিউর রহমান ওরফে মতি বলেন, মানিক এবং সনি আমার একটি মামলার আসামি আমরা একই গ্রামের আজ আমাদের মামলার তারিখ ছিল তারা হাজিরা দিয়েছে তারা আমার আগে বাড়ি যাচ্ছিল পরে আমিও যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে হালুয়ার গাওঁয়ের সেছনিখাড়ার সেতুতে এসে দেখি কিছু মানুষের জটলা।
তখন আমি নেমে পড়ি, সেখানে দেখি আমার মামলার আসামি দুজন আহত অবস্থায় পড়ে আছে। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর আমরা পেয়েছি তবে ঘটনা কেউ কোন অভিযোগ করেননি এখনো।