সিলেট সাদা পাথরে নিখোঁজ হওয়ার ৪৪ ঘন্টা লাশ ভেশে উঠছে।

- আপডেট সময় : ১০:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে সাঁতারে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৪৪ ঘণ্টা পর আবদুস সালাম (২৩) নামের এক পর্যটকের লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে। জানা যায় আবদুস সালাম রাজধানী ঢাকার মিরপুর ১১ এলাকার মৃত আবুল কালামের ছেলে। সে একজন ব্যবসায়ী এর আগে গত রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে নেমে সাঁতার দিতে গিয়ে নিখোঁজ হন। এর পর থেকে তাঁর সন্ধানে কাজ করছিল উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুর থেকে ছয় বন্ধু সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন। রোববার দুপুরের দিকে সিলেটে পৌঁছে তাঁরা পানিতে নামেন। বেলা আড়াইটার দিকে পানিতে সাঁতার কাটতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান সালাম। এ সময় বন্ধুদের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, স্থানীয় প্রশাসন ও পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।
কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথরে সাঁতারে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৪৪ ঘণ্টা পর আবদুস সালাম (২৩) নামের এক পর্যটকের লাশ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখে লাশটি ভেসে ওঠে।
এর আগে গত রোববার বেলা আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে নেমে সাঁতার দিতে গিয়ে নিখোঁজ হন তিনি। এর পর থেকে তাঁর সন্ধানে কাজ করছিল উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা। সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে আসেন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। লাশ উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করবে। এরপর ময়না তদন্ত লাশ নিয়ে যাবে।