টাঙ্গাইলের মধুপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত -১,

- আপডেট সময় : ০৩:২৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৩ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের টাংগাইল- জামালপুর মহাসড়কে মধুপুর কাতকাই তেলের পাম্পের সামনে শুক্রবার (৭ জলাই) বিকাল ৫.০০ ঘটিকায় ঢাকাগামী এসি বিনিময় ও জামালপুর গামী সিএনজির (জামালপুর থ-১১-১৭৩৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জামালপুর সরিষাবাড়ির মামুনজানি গ্রামের সিএনজি চালক আঃ মজিদের ছেলে শফিক(৩৫) গুরুতর আহত হয়। দুর্ঘটনায় সিএনজিটি দুমরে মুচরে যায়। স্হানীয়রা আহত সিএনজি চালক শফিককে উদ্ধার করে মধুপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।তার অবস্হা আশংকা জনক থাকায় উন্নত চিকিৎসার জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী, সালামের ছেলে নাহিদ(২৪) জানান, একটি কুকুর রাস্তা পার হচ্ছিল, কুকুরটীর জন্য দূর্ঘটনার কবলে পড়ে বাস ও সিএনজি চালক। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয় সি এনজি চালক।
উত্তেজিত জনতা বাসটিকে তেলের পাম্পের সামনে আটক করে। আর সি এনজিটি ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে মহাসড়কের উত্তরপার্শে।