সুবর্ণচরে পানিতে ডুবে এক শিশু ও এক নারীর মৃত্যু,

- আপডেট সময় : ০৩:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

আহসান হাবীব স্টাফ রিপোর্টার
নোয়াখালী সুবর্ণচরে পানিতে ডুবে ১শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(৭জুলাই ) বেলা ৪টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিন কচ্ছপিয়া গ্রামের মোঃ মাসুদের মেয়ে সানজিদা আক্তার বয়স (১৮মাস) ও একই ইউনিয়নের চরজুবিলী গ্রামের মহুরম সামছল হকের মেয়ে রৌশন আক্তার বয়স-(৩৫) মৃগী রোগ জনিত কারনে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন,মাতা ছালেহা খাতুন জানান, তার মেয়ে দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিলেন আজ সকাল ১১টার সময় হাত মূখ ধৌত করার জন্য বাড়ীর পুকুরে গেলে পানিতে পড়ে তার মৃত্যু হয়।
চরজব্বার থানার পরিদর্শক( তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, বেলা ১১টার দিকে সানজিদা ও শিশুদের সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। তার মা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তার মরেদহ উদ্ধার করে । অপর দিকে রৌশন আক্তার দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত ছিল পরিবারের সবার অগোচরে বাড়ীর পুকুরে হাত মূখ ধৌত করতে গিয়ে পানিতে পড়ে মৃত্যু বরণ করেন,কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।