শিরোনাম:
মায়ের ২৬ তম মৃত্যু বার্ষিকীতে এতিমদেরকে তৃপ্তিসহকারে খাওয়ালেন ছেলে নাজমুলহক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০৩:০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ৪ বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাংগাইল মধুপুরে মায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে এতিমদের খাওয়ার আয়োজন করেন আকাশী গ্রামের আঃ লতিফের ছেলে নাজমুল হক। জানা যায়,মধুপুর পৌরসড আকাশী গ্রামের আঃ লতিফের স্রী নাজমুল হকের মা ১৯৯৭ সালে মারা যান। তার মৃত্যুর পর থেকে প্রতি বছর এ খানার আয়োজন করে থাকেন ছেলে নাজমুল হক। প্রতিবছরের ন্যায় শনিবার (৮ জুলাই) দুপুরে কুড়ালিয়া গোরস্থান হাফেজিয়া মাদরাসা ও ছওকুল হেরা একাডেমি এতিমখানা প্রাঙ্গণে মাদরাসা পরিচালক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে ২০০ এতিমের জন্য খানার আয়োজন করেন নাজমুল হক।
উক্ত আয়োজনে মাদরাসার সকল শিক্ষক, স্টাফ, এলাকার সুধীমহল এবং নাজমুল হকের বন্ধু বান্ধব উপস্থিত থেকে নাজমুল হকের মায়ের জন্য দোয়া করেন।