নাঙ্গল নয়, নৌকায় ভোট দিতে চাই, নৌকার ভোটে নাঙ্গল নয়”

- আপডেট সময় : ০৩:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ৯ বার পড়া হয়েছে

মোঃকামরুজ্জামান মিন্টু ময়মনসিংহ,জেলা প্রতিনিধি,
ময়মনসিংহ জেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান বাংলাদেশ” শীর্ষক রাজনৈতিক কর্মশালা।
ময়মনসিংহ সদরবাসি ও সদর উপজেলার আওয়ামী পরিবারের জনগন আর নৌকার ভোট দিয়ে নাঙ্গলের জনপ্রতিনিধিকে বিজয়ী করতে চায় না। ময়মনসিংহ জেলা আঃলীগের সাধারন সন্পাদক এড,মোয়াজ্জেম হুসেন বাবুল মহোদয়ের কন্ঠেও একথার প্রতিধ্বনী শুনা গেছে।
ময়মনসিংহ জেলা আঃলীগের সভাপতি এহতেশামূল আলম মহোদয়েরও এমনটি প্রত্যাশা করেন।
আওয়ামী লীগের হাজারো কর্মী সৃষ্টিকারী নেতা !!
বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয়ের সভাপতিত্বে তারেক স্মৃতি অডিটোরিয়ামে ( টাউন হলে ) অনুষ্ঠিত হলো
“জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান
শীর্ষক রাজনৈতিক কর্মশালা ,
এতে মূল প্রবন্ধক পাঠ করেন অধ্যাপক দিলরুবা শারমিন মহোদয় ৷
সভাপতি বঙ্গবন্ধু শিশু একাডেমি সহ-সভাপতি ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগ,
স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটো, উদ্বোধক ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এহতেশামুল আলম ,
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এর অধ্যাপক রাজনৈতিক গবেষক ড.ফরিদুল আলম ( উলকা )
পরে ময়মনসিংহ জেলার প্রায় ৩০০ জন প্রশিক্ষণার্থীকে বঙ্গবন্ধুর আত্মজীবনী ও সনদ প্রদান করা হয়।
মোঃ কামরুজ্জামান মিন্টু
ময়মনসিংহ