গোলনা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে অটো মার্কার নির্বাচনী গণ মিছিল,

- আপডেট সময় : ১২:২৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ ইউসুফ খাঁনঃ
পদ সভা জলঢাকা উপজেলার ৪ নং গোলনা ইউনিয়নে আগামী ১৭ জুলাই ২০২৩ ইং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। উক্ত নির্বাচনকে সামনে রেখে, আজ শুক্রবার ১৪ জুলাই সন্ধায় অটো মার্কার প্রার্থী ( সাবেক ২ বারের সফল চেয়ারম্যান ) জনাব কামরুল আলোম কবির’র ডাকে, অটো মার্কার ডাকে এক বিশাল পদ সভার আয়োজন করা হয়।
পদ সভাটি অনুষ্ঠিত হয়েছে গোলনা ইউনিয়ন পরিষদ মাঠে । উক্ত সভায় সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চিড়াভিজা গোলনা দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অটো মার্কা প্রার্থীর খুরশিদ আলম আলো, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। সভা স্থলে হাজার হাজার মানুষের উপস্থিতি চোখে পড়ছে।
এরপরে বিভিন্ন দিক তুলেধরে বক্তব্য রাখেন, অটো মার্কার চেয়ারম্যান প্রার্থী জনাব কামরুল আলোম কবির। তার বক্তব্য শেষে, আগামীকাল শনিবার ১৫ জুলাই দুপুর ২ টায় নারী ও পুরুষসহ সকল শ্রেণীর লোকদের নিয়ে একটি নির্বাচনি গণ মিছিল করবে বলে ঘোষণা দেন এবং সকলকে মিছিলে আশার আহবান জানান। মিছিল টি বের হবে গোলনা ইউনিয়ন পরিষদ মাঠ থেকে।