গোপালগঞ্জে ১৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার-১

- আপডেট সময় : ০৫:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ তপু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবাসহ কৌশিক হীরা পিতা মৃত হারান হীরা . এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ গোপালগঞ্জ
শনিবার (২২ জুলাই ) বিকাল ৫ঃ৩০ মিনিটে । প্রফুল্য হীরার বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে। কৌশিক হীরাকে গ্রেফতার করে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার মুঈদ চৌধুরী এর নেতৃত্বে এসআই নিরস্ত্র রনি কুমার সাহা, এসআই নিরস্র ফারুক আলম,কঃ আনিসুর রহমান, কঃ লোকমান হোসেন, কঃ মিরাজ হোসেন, কঃ ফয়সাল হোসেন, কঃ আরিফ হোসেন, কঃ মোহন ঘোষ। কঃ আরিফ হোসেন, ডিবির এসআই মুঈদ চৌধুরী
বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সনিবার বিশেষ অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর থানার বারইকান্দি ঢুটামান্দ্রা থেকে ১৫০ পিস ইয়াবাসহ কৌশিক হীরাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৌশিক হীরা গোপালগঞ্জ সহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে ইয়াবা বিক্রি ও সরবরাহ করতেন বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।