শিরোনাম:
কুলাউড়া থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
কুলাউড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। রোববার (২৩ জুলাই) সকালে পুলিশ সুপার থানায় পৌঁছলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ, থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, থানার বিভিন্ন পদের পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পরে পুলিশ সুপার পর্যায়ক্রমে অ্যালার্ম প্যারেড, নারী ও শিশু হেল্প ডেস্ক, রেজিস্টার বহি, থানা চত্বরসহ প্রতিটি কার্যক্রম খতিয়ে দেখেন। পুলিশ সুপার পরিদর্শনকালে থানার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অফিসার ও ফোর্সসহ গ্রাম পুলিশের সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।