ভুয়া মুক্তিযোদ্ধা পোষ্য সন্তান পরিচয়ে চাকুরিতে যোগদানের অভিযোগ,

- আপডেট সময় : ০৭:৫৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ৮৯ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান,
টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন সন্ধানপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর ছেলে মোঃ জয়নাল আবেদীন (০১৭৩২৫১৮৭৭৫) বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স তথা মহাপরিচালক এর নিকট এক ভুয়া মুক্তিযোদ্ধা পোষ্য সন্তানের বিরুদ্ধে অভিযোগ করিয়াছে। অভিযোগ সূত্রে জানা যায়, টাংগাইল জেলার ঘাটাইল উপজেলাধীন সন্ধানপুর গ্রামের মোঃ আঃ গফুর ও মনোয়ারা বেগম এর ছেলে মোঃ মোস্তাকিন (এন.আই.ডি.- ৯৩১৬৮৯০০০০১৯) নামে এই ব্যক্তি বর্তমানে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, মিঠামুইন, কিশোরগঞ্জে কর্মরত আছে। উক্ত সদস্য কোনো মুক্তিযোদ্ধার সন্তান নয় অথবা কোনো মুক্তিযোদ্ধার পোষ্য কোটার অন্তর্ভুক্তও নয়। তাঁহার পরিবার কিংবা তাঁহার কোনো নিকটাত্মীয়-স্বজনের মাঝে কোনো কোটার অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা নেই।এই ভুয়া ফায়ার সার্ভিস সদস্য অন্য এক জেলার বীর মুক্তিযোদ্ধার পোষ্যকোটা পরিচয়ে বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে মিথ্যা বুবৃতি প্রদান করে এবং মিথ্যা দলিলাদি উপস্থাপন করিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর একজন সদস্য হিসেবে চাকুরীতে নিয়োগপ্রাপ্ত হয়। যাহা সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য দন্ডনীয় অপরাধ। এছাড়া তাঁহার এ অনৈতিক কার্যকলাপ বাংলাদেশ সরকারের ক্ষেতাপপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কে কলুষিত করিয়াছে। এমতাবস্থায় মোঃ মোস্তাকিন এর প্রদেয় সমস্ত দলিলাদি সরেজমিনে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।