ঢাকা শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
৭ আশ্বিন ১৪৩০ বাংলা
শিরোনাম:
ডিএমপির নতুন কমিশনার হলেন হাবিবুর রহমান, পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন, নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ মজুদ বিক্রি দায়ে জরিমানা, শ্রীমঙ্গলে চাবোর্ডের অভিযানে সমরের চা সাম্রাজ্য নকল ও ভারতীয় চা ব্রান্ড কলকাতা টি সহ গোডাউন সিলগালা, সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে জুড়ী ফুটবল ট্রেনিং একাডেমিকে ক্রীড়া সরঞ্জাম সামগ্রী বিতরণ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা আবারো রেঞ্জে শ্রেষ্ট থানা নির্বাচিত হয়েছে ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তা কে কেন্দ্রীয়ভাবে কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।, মধুপুরে গলায় ফাঁস টানিয়ে এক যুবকের আত্মহত্যা, গণ মিলন ফাউন্ডেশনের বিরুদ্ধে তিন দপ্তরে গ্রাহক হয়রানির অভিযোগ, ঘাগড়া সীমান্তে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে ৫৬ ব্যাটালিয়ন বিজিবি, যাহার বাজার দাম প্রায়, এক কোটি ৬৬ লাখ ৩৮ হাজার ৭৬ টাকা

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে অবৈধ বালি উত্তোলন কারীদের রোষানলে নায়েব,

শ্যামনগর প্রতিনিধি।
  • আপডেট সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কূলতলী এলাকায় ১ কোটি ৮০ লক্ষ্য টাকা বেয়ে দুই কিলোমিটার মিটার রাস্তার কাজ পান শ্যামনগরের‌ ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড পার্সহাউজ মোঃ আশরাফ হোসেন পান। তিনি রাস্তার বালি বালি মহল থেকে না এনে অবৈধভাবে বালির উত্তোলন কারিদের দায়িত্ব দেন। অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার পেশাদার বালু উত্তোলনকারী রনি নামের এক ব্যক্তি।

তাকে সহযোগিতা করছে‌ উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান বাবু ও অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সারজমিনে উপস্থিত থেকে বালি উত্তোলনের সহযোগিতা করছেন তাঁরা বলে অভিযোগ তোলেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এর নির্দেশে ইউনিয়ন তফসিলদার রেজাউল করিম বালু উত্তোলন বন্ধ করতে গিলে বালু উত্তোলন কারী দের নির্দেশে সফিকুল ইসলাম এর স্ত্রী আকলিমা সহ স্থানীয় ক্যাডার বাহিনী ইউনিয়ন তফসিলদারের উপরে চড়াও হয় ।

একপর্যায়ে উত্তোলনের স্থান ত্যাগ করতে বাধ্য হয় তহসিলদার এ খবরে সুশীল সমাজের লোকজন খোব প্রকাশ করেন।

এ বিষয়ে তহসিলদার রেজাউল করিম জানায় এসিলান্ড স্যারের নির্দেশে আমি বালু উত্তোলন বন্ধ করতে যাই বালু উত্তোলন কারী দের নির্দেশে ওই গ্ৰামের ক্যাডার বাহিনী দ্বারা আমার উপরে হামলা করে একপর্যায়ে আমি এসিলান্ড স্যারের জানিয়ে চলে আসি।

শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান বলেন, বালি উত্তোলনের খবর পেয়ে আমি নায়েব কে ঘটনা স্থলে পাঠাই, নায়েব সেখানে যেয়ে ওদের বালি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়, তখন কে বা কারা এলাকার কয়েকজনকে আমার নায়েবদের পিছনে লেলিয়ে দেন হামলা করার জন্য, চড়ো হওয়ার জন্য, তখন আমি এই বিষয়টি জানতে পেরে নায়েব কে ফোন দিয় নায়েব তখন আমাকে জানান যে বালুব্যবসায়ী আব্দুর রহমান বাবু সহ অন্যান্যদের ইন্ধনে তাদের উপরে চড়া হচ্ছে ঘটনা আমি জানতে পেরে নায়েব সহ অন্যদেরকে চলে আসতে বলি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানাই, উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানান উনি স্পটে যাচ্ছেন, উনি স্পটে যে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের এখানে অবৈধ ভাবে কেউ বালি উত্তলনের চেষ্টা করলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ব্যবহৃত ফোনে কয়েকবার ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে অবৈধ বালি উত্তোলন কারীদের রোষানলে নায়েব,

আপডেট সময় : ০৩:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩

শ্যামনগর প্রতিনিধি।

শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কূলতলী এলাকায় ১ কোটি ৮০ লক্ষ্য টাকা বেয়ে দুই কিলোমিটার মিটার রাস্তার কাজ পান শ্যামনগরের‌ ভাই ভাই ইন্জিনিয়ারিং ওয়ার্কশপ এন্ড পার্সহাউজ মোঃ আশরাফ হোসেন পান। তিনি রাস্তার বালি বালি মহল থেকে না এনে অবৈধভাবে বালির উত্তোলন কারিদের দায়িত্ব দেন। অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল কালিগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার পেশাদার বালু উত্তোলনকারী রনি নামের এক ব্যক্তি।

তাকে সহযোগিতা করছে‌ উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রহমান বাবু ও অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সারজমিনে উপস্থিত থেকে বালি উত্তোলনের সহযোগিতা করছেন তাঁরা বলে অভিযোগ তোলেন।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান এর নির্দেশে ইউনিয়ন তফসিলদার রেজাউল করিম বালু উত্তোলন বন্ধ করতে গিলে বালু উত্তোলন কারী দের নির্দেশে সফিকুল ইসলাম এর স্ত্রী আকলিমা সহ স্থানীয় ক্যাডার বাহিনী ইউনিয়ন তফসিলদারের উপরে চড়াও হয় ।

একপর্যায়ে উত্তোলনের স্থান ত্যাগ করতে বাধ্য হয় তহসিলদার এ খবরে সুশীল সমাজের লোকজন খোব প্রকাশ করেন।

এ বিষয়ে তহসিলদার রেজাউল করিম জানায় এসিলান্ড স্যারের নির্দেশে আমি বালু উত্তোলন বন্ধ করতে যাই বালু উত্তোলন কারী দের নির্দেশে ওই গ্ৰামের ক্যাডার বাহিনী দ্বারা আমার উপরে হামলা করে একপর্যায়ে আমি এসিলান্ড স্যারের জানিয়ে চলে আসি।

শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান বলেন, বালি উত্তোলনের খবর পেয়ে আমি নায়েব কে ঘটনা স্থলে পাঠাই, নায়েব সেখানে যেয়ে ওদের বালি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়, তখন কে বা কারা এলাকার কয়েকজনকে আমার নায়েবদের পিছনে লেলিয়ে দেন হামলা করার জন্য, চড়ো হওয়ার জন্য, তখন আমি এই বিষয়টি জানতে পেরে নায়েব কে ফোন দিয় নায়েব তখন আমাকে জানান যে বালুব্যবসায়ী আব্দুর রহমান বাবু সহ অন্যান্যদের ইন্ধনে তাদের উপরে চড়া হচ্ছে ঘটনা আমি জানতে পেরে নায়েব সহ অন্যদেরকে চলে আসতে বলি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানাই, উপজেলা নির্বাহী অফিসার আমাকে জানান উনি স্পটে যাচ্ছেন, উনি স্পটে যে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন। আমাদের এখানে অবৈধ ভাবে কেউ বালি উত্তলনের চেষ্টা করলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ব্যবহৃত ফোনে কয়েকবার ফোন দিয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।