৭এপিবিএন এর অভিযানে খাগড়াছড়ি থেকে নিখোঁজ কিশোর উদ্ধার,

- আপডেট সময় : ০৭:১৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেট এর সুযোগ্য অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি, জনাব খন্দকার ফরিদুল ইসলাম স্যারের নির্দেশনায়
খাগড়াছড়ি সদর থানা জিডি নং ১২৫৩ , তাং ২৮/০৭/২০২৩ ইং মূলে ২৯/৭/২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.৪০ ঘটিকার সময় ৭এপিবিএন এর ইন্টেলিজেন্স, সাইবার ও অপারেশন টীম খাগড়াছড়ি পেরাছড়া এলাকা বিশেষ অভিযান পরিচালনা নিখোঁজের মাত্র ২ দিনের মাথায় কিশোরকে উদ্ধার করা হয়।
নিখোঁজ মোহাম্মদ হোজাইফা (১৪), পিতা-কামাল হোসেন, মাতা- মোছামৎ সাফিয়া আক্তার, সাং- কুমিল্লা টিলা, পৌর ওয়ার্ড নং ২, থানা খাগড়াছড়ি সদর গত ২৭/০৭/২৩ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর কলেজ এলাকা থেকে নিখোজ হয়। নিখোঁজের মাত্র ২ দিনের মাথায় তাকে উদ্ধার পূর্বক পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে ৭ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের মিডিয়া উইংয়ের এএসআই মোঃ পাবেল বিষয়টি নিশ্চিত করেন।