গোমস্তাপুরে আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ,

- আপডেট সময় : ০১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৯ বার পড়া হয়েছে

মোঃসামিরুল ইসলামঃ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলমান রাজনৈতিক সুষ্ঠু পরিবেশকে অপকৌশল নষ্ট করার লক্ষ্যে বিরোধী দলের অগ্নি সন্ত্রাস ও অরাজাকতার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(৩০ জুলাই) বিকেলে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ ও রহনপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।রহনপুর কলোনি মোড়স্থ
গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি
মুঃ গোলাম মোস্তফা বিশ্বাস এর সভাপতিত্বে ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোমস্তাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দীন মন্ডল এর সঞ্চালনায়
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুঃ জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও এশিয়া মহাদেশের একমাত্র বাঙালী মহান্ত মহারাজ খিতিস চন্দ্র আচারী, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, রহনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম, পৌর যুব লীগের সভাপতি মুনসুর আলি,আলিনগর ইউনিয়নের (সাবেক) চেয়ারম্যান তরিকুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, বোয়ালিয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউ পি সদস্য রমজান আলী, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাহরিয়া জামান আনসারী,
উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জয় প্রমুখসহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামীলীগ,সেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ,শ্রমীকলীগ,মহিলা যুবলীগ, তাঁতিলীগসহ,অন্যান্য সংগঠনের নেত্রীবৃন্দ।