ময়মনসিংহে আড়াই হাজার পিস ইয়াবাসহ তানিয়া গ্রেফতার,

- আপডেট সময় : ০৪:৫৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১০ বার পড়া হয়েছে

রিপোর্ট বিশ্বনাথ সাহা বিশু
ময়মনসিংহ নগরীর মাদক সম্রাঙ্গী তানিয়াকে আড়াইশো পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ।
গত (০২ আগষ্ট ২০২৩) তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয় “ক”সার্কেল, এর (পরিদর্শক), মোঃ কবিরুল হাসান এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন বলাশপুর কেওয়াট খালী গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক স্বামী ও পিতার নাম ভিন্ন ভিন্ন দেখিয়ে প্রায় ডজনখানি মামলা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
মাদক সম্রাঙ্গী তানিয়ার একাধিক বিয়ে হয়েছে। তার প্রত্যেক স্বামী ছিলেন প্রভাবশালী ও সন্ত্রাসী। তানিয়া বহুবার গ্রেফতার হয়েছে। নিয়মিত তার নামে মামলাও রয়েছে। তানিয়া বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্বামীর নাম ও ঠিকানা ব্যবহার করেছেন। যার ফলে মামলা সংখ্যা ভিন্নতা দেখায়। ফলে সে নিজেকে সহজ ভাবেই আড়াল করে নেয়।
ইছমতারা তানিয়া (২১) এর নামে এবারো আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলার রুজু করা হয়। এখানে স্বামীর নাম ব্যবহার করেছেন বিল্লাল মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- তিলাটিয়া, উপজেলা/থানা- ফুলপুর, জেলা –ময়মনসিংহ।
যার মামলা নং-৫৪, তারিখ- (১৫ জুলাই ২০২৩) জি আর নং-৭১৯, তারিখ- ১৫ জুলাই, ২০২৩; সময়- রাত ০০.৩০ ঘটিকা ধারা- ৩৬ (১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।