শিরোনাম:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ইং ০৪ আগষ্ট ০৫ জন গ্রেফতার করেছে,

রিপোর্ট বিশ্বনাথ সাহা বিশু
- আপডেট সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

রিপোর্ট বিশ্বনাথ সাহা বিশু
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে ইং ০৪ আগষ্ট ০৫ জন গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) কামরুল হাসান, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালীমডেলথানাধীনচরপাড়াএলাকাহইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃনাজমুল ও সুমন (২০)দ্বয়কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) শাহজালাল, কোতোয়ালী থানা, ময়মনসিংহ এর নেতৃত্তে একটি টীম অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন সেহড়া বদরের মোড় এলাকা হইতে চুরি মামলার আসামী ইমাম হোসেন ওরফে হিরা মিয়া (৩৮)কে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) চান মিয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া জনসাধারনের চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে নুরইসলাম (২০)ও আসাদ (৩০)দ্বয়কে গ্রেফতার করেন।
প্রত্যেক আসামীদেরকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।