শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন করেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগ.

- আপডেট সময় : ০১:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১২৩ বার পড়া হয়েছে

মোঃকামরুজ্জামান মিন্টু,ময়মনসিংহ,
আজ ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আবুল কালাম মোঃ শামছুদ্দিন সাহেবের সভাপতিত্বে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা ইকবাল সাহেবের সঞ্চলনায় ,,,,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠপুত্র শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন করেন ৷
শেখ কামাল কে নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য দিয়েছে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক জনাব আশরাফুল ইসলাম মন্ডল , আওয়ামী লীগ নেতা হারুণ অর রসিদ , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মাহমুদা খানম রুমা , ভাইস চেয়ারম্যান হুমায়ূন কবীর , ছাত্রলীগ সভাপতি মেদেহী হাসান , বঙ্গবন্ধু সাংস্কৃতিক ত্রিশাল উপজেলা সংগ্রামী সভাপতি ফেরদৌস আলম শিবিব , বিপ্লবী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মন্ডল, সহ সভাপতি রেজাউল কবীর কায়েস ৷
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ত্রিশাল পৌর শাখার সভাপতি আজাহারুল ইসলাম সাধারণ সম্পাদক জুয়েল এবং সাংগঠনিক সম্পাদক শামীম ,
এ সময় ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ইকবাল ভাই বলেন
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী জাতির পিতাকে আটক করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পর মা-মাটি-মাতৃভূমির সম্ভ্রম রক্ষায় তিনি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালের হাত ধরে স্বাধীন বাংলাদেশে আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয়। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের খেলাধুলার প্রসারের লক্ষ্যে নিরলসভাবে কাজ করেছেন তিনি। খেলাধুলার প্রতি প্রচন্ড আবেগ থেকেই আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করে বাংলাদেশে ফুটবল জাগরণের ইতিহাস রচনা করেন শেখ কামাল।তিনি নিজেও ছিলেন একজন কৃতি ক্রীড়াবিদ। খেলতেন ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল আর ভলিবল।
সাংস্কৃতিক অঙ্গনেও ছিল শেখ কামাল এর সফল পদচারণা।
‘স্পন্দন শিল্পী গোষ্ঠী’ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলা গানে সৃষ্টি করেছিলেন নতুন এক ধারা।
পরে দোয়া ও কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানে সমাপ্ত করেন !