ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এসআই (নিঃ) মনিতোষ মজুমদার,

- আপডেট সময় : ০৯:২৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৪৬ বার পড়া হয়েছে

রিপোর্ট বিশ্বনাথ সাহা বিশু
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে এসআই (নিঃ) মনিতোষ মজুমদার, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ৪ আগষ্ট বিকাল ১৭.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন শম্ভুগঞ্জ মোড়স্থ ট্রাফিক বক্সের সামনে পাকা রাস্তার উপর মা মনি এন্টারপ্রাইজ বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো ব-১২-০৪২৭ এর ভিতর হইতে ০২জন মাদক ব্যবসায়ী আবুল কাশেম (৩৪) ও শাহিন (৩০) গাজীপুরদেরকে গ্রেফতার করেন। তাহারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন থানা/ জেলায় মাদক ব্যবসা করিয়া আসিতেছে। তাহাদের নিকট হতে সর্বমোট (৪+৬) = ১০ (দশ) বোতল বিদেশী মদ যাহার গায়ে ইংরেজীতে ROYAL STAGE, MADE IN INDIA লেখা সহ আরো লেখা, যাহার ওজন (৩০০০+৪৫00 ) = 9500 ML বা ৭.৫ লিটার, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।