ময়মনসিংহে নির্বাচন সামনে রেখে সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত,

- আপডেট সময় : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৯ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক তৎপরতা আরো এগিয়ে নিতে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপি নির্দেশনা মোতাবেক সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭আগষ্ট) বিকাল ৩ ঘটিকায়, ময়মনসিংহ (সুন্দর মহল) জেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রধানপৃষ্টপোষক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলের বিজয় ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,এড আব্দুল কাইয়ুম,সাব্বির হোসেন বিল্লাল,শাহজাহান মিয়া, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,শরিফুল ইসলাম খোকন–+-।
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন হারুনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক লিয়াকত আলী, রেজাউল করিম লাল মিয়া, মোশারফ হোসেন, হাছান মাহমুদ, ভাবখালীর সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, আব্দুর রহমান, এমদাদুল হক লিটন, আজিজুল ইসলাম মেম্বার, নুরুল ইসলাম,কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার
জেলা যুব সংহতির আহবায়ক শরীফ খান মিল্টন পাঠান, সদস্য সচিব জালাল উদ্দিনসহ ময়মনসিংহ জেলা, মহানগর, সদর উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ এবং ময়মনসিংহ সদর উপজেলার ১১ টি ইউনিয়ন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।