ময়মনসিংহের গৌরিপুরে ভুয়া মৃত্যুর সংবাদ শুনে বাড়ি ঘর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

- আপডেট সময় : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

শাহানাজ সুলতানা স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের গৌরিপুরে রামগোপালপুর ইউনিয়নে পুম্বাইল গ্রামে অটোরিক্সার রোড চাদাঁ নিয়ে কথার কাটাকাটি হয় অটোচালক মাজহারুলের সাথে রোডে দায়ীত্বে থাকা আরেক মাজহারুলের । এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে গিয়ে উভয় পক্ষের মাঝে পাল্টা-পাল্টি হামলা হলে রোডে দায়িত্বে থাকা মাজহারুল নামে একজন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরন করেন। এ সময় মাজহারুলের ভুয়া মৃতুর সংবাদ পেয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর, অগ্নিসংযোগ, ঘরের প্রয়োজনীয় জিনিষপত্র লুটপাটের অভিযোগে উঠেছে। তবে এ ঘটনার সত্যতা স্বীকার করেন আহত মাজহারুল নিজেই। এ নিয়ে উভয় পক্ষের মাঝে পাল্টাপাল্টি মামলা চলমান।
জানা যায়, গত ১৫ জুলাই উপজেলার সোহেল ব্রীজ নামক স্থানে অটোরিক্সার নিয়মিত রোড চাদাঁ না দেওয়ায় আহত মাজহারুলের সাথে কথার কাটাকাটি হয় পাশ্ববর্তি অটোচালক আরেক মাজহারুলের। অটোচালক মাজহারুলকে চাদাঁ না দেওয়ায় তাকে মারধর করে আহত মাজহারুল। এ নিয়ে এক পর্যায়ে অটোচালক মাজহারুলের বাড়িতে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে মামলার ভয়ে অটোচালকের লোকজন বাড়িতে না থাকায় তাদের ঘরের দরজার বাহিরে শিকল দিয়ে আটকিয়ে গত ৩ আগস্ট ভোরে পুনরায় হামলা ভাংচুর চালায় আহত মাজহারুলসহ তার লোকজন।
স্থানীয় এলাকাবাসীরা বলছেন, যে ভাবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এ ভাবে চলতে থাকলে বড় ধরেন ঘটনা ঘটে যেতে পারে। নিজেদের দুষ এখন ভিন্নখাতে প্রবাহিত করার পায়তারা করছে। তবে সেদিনের ঘটনাটি মর্মাহত ছিল বলে মন্তব্য করেন তারা।
জখমি মাজহারুল বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে থাকা অবস্থায় কে বা কাহারা তার মৃত্যুর সংবাদ দেয় তার গ্রামের বাড়িতে। এমন সংবাদ শুনে গ্রামবাসী তাদের প্রতপিক্ষরে বাড়ি ঘরে হামলা সহ ভাংচোর করে।
গৌরীপুর থানার অফিসার ইনর্চাজ মোঃ মাহমুদুল হাসান জানান, ইশ^রগঞ্জের অটোস্ট্যান্ড নিয়ে উভয় পক্ষের মাঝে কাথার কাটাকাটি হয়। পরে গৌরিপুর উপজেলায় পুম্বাইল গ্রামে তাদের বাড়িতে এসে মারামারি করে। এ বিষয়ে উভয় পক্ষের ২টি মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।
চলমান ঘটনা নিরসন সহ উভয় পক্ষের দুটি মামলা তদন্ত করে অপরাধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিবে এসনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের।,,.