পঞ্চগড় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত,

- আপডেট সময় : ১২:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী পালিত করা হয়েছে।
মঙ্গলবার ৮ আগষ্ট সকাল ১০ টায় জেলা প্রশাসকের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে
তার প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পঞ্চগড় জেলা প্রশাসক মো; জহুরুল ইসলাম,
পুলিশ সুপার, এস,এম, সিরাজুল হুদা পিপিএম,
জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ,
আওয়ামীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,
জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড; আজিজার রহমান আজু,
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস.এম. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস,সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও অন্যান্য ব্যক্তিবর্গ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আলোচনা সভা , বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়েছে।